কুষ্টিয়ায় সেনাবাহিনী পরিচয়ে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়া মোঃ রাকিবুল ইসলাম (২৪) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব।
বুধবার বিকেলের দিকে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস আর্দশপাড়া থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত প্রতারক মোঃ রাকিবুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে।
সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবুল কালাম আজাদ জানান, কুষ্টিয়ায় সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিলো।
এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস আর্দশপাড়া থেকে প্রতারক মোঃ রাকিবুল ইসলামকে আটক করা হয়েছে।
এসময় আসামীর নিকট হতে সেনাবাহিনীর ইউনিফর্ম ৩সেট, সেনাবাহিনীর বুট ১ সেট, সেনাবাহিনীর আইডি কার্ড ১টি, সেনাবাহিনীর বেল্ট ১টি, সেনাবাহিনীর ড্রাইভিং লাইসেন্স ১টি, সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ ১টি, সেনাবাহিনীর কাপড়ের মাস্ক ১টি, সেনাবাহিনীর ড্রেস
পরিহিত ছবি ৫টি, ন্যাশনাল আইডি কার্ড ১টি, মোবাইল ফোন ১টি এবং সীম কার্ড ১টি, উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে।