
কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের তালেশ্বর এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় দাউদ হোসেন (৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দাউদ হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের বাসিন্দা এবং এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে দাউদ হোসেন মোটরসাইকেলে করে কালিগঞ্জ থেকে নিজ বাড়ির পথে রওনা দেন। তালেশ্বর এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) হারুন জানান, ঘটনাটি কালিগঞ্জ থানার অন্তর্ভুক্ত হলেও মরদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় সুরতহাল প্রতিবেদন কোটচাঁদপুর থানা পুলিশ করবে। খবর পেয়ে থানার এসআই তবিবর রহমান ঘটনাস্থলে গেছেন।
দাউদ হোসেনের মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

 
								
				

 
												