
কোটচাঁদপুরে এক যুবকের মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা রাতে উপজেলার পাঁচলিয়া সড়কের গোরসুতী গ্রামের মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনাটি ঘটে। এ সময় দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে আহত করে। বর্তমানে তিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবক পাঁচলিয়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
রহিদুল ইসলাম জানান, তাঁর ছেলে শাওন হোসেন (১৯)। তিনি পোলট্রি মুরগির চাষ করেন। মুরগি বিক্রির টাকা গোরসুতী মাদ্রাসার আহিদুল ইসলামের কাছে বাচ্চা কেনার জন্য জমা রাখতেন। বুধবার সন্ধ্যায় শাওন মুরগি বিক্রির টাকা নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে কয়েকজন যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাঁকে পিটিয়ে আহত করে তাঁর কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনাটি যেভাবে শোনা যাচ্ছে, বিষয়টি ঠিক সেভাবে নাও হতে পারে। এর মধ্যে অন্য কিছু থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।

