আলমডাঙ্গায় প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে দিন ব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ এর উদ্বোধন ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপি এ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপণী অনুষ্ঠিত হয়।
“পুষ্টি, মেধা, দারিদ্র, বিমোচন, প্রার্ণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত এ প্রদর্শনীর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, প্রাণী সম্পদ মেলা, এটা সব জায়গায় হচ্ছে। সকালে চুয়াডাঙ্গায় উদ্বোধন করেছি, এখন আলমডাঙ্গায়। আমি অভিভূত। জাঁকজমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান হচ্ছে।
গত বছরও এ অনুষ্ঠান করেছি। এতো জাঁকজমক ছিলনা। এক বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে সরকারের আন্তরিক স্বদিচ্ছার কারণে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলছেন উদ্যোক্তা হতে। উদ্যোক্তা হলে ফার্ম করলে তোমার ফার্মেই দু’চার জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
আজকে খামারিদের করোনাকালিন সময়ে প্রণোদনা দিয়েছেন। তিনি বলেন, আজকে যেসব খামারিরা এখানে এসেছেন আপনারা আরও বড় আকারে ফার্ম করবেন। আমি চাই আমরাও দেশে প্রোটিনের চাহিদা মিটিয়ে যেনো অন্য দেশের মত বিদেশে মাংস রফতানি করতে পারি।
তিনি বলেন, এক সময় বলতে শুনেছি ভারতীয় গরু না আসলে কোরবানি হবে না। এখন কিন্তু আর ভারতীয় গরুর প্রয়োজন হচ্ছে না। আমাদের খামারি ভাইয়েরা যে গরু উৎপাদন করছে,যে প্রাণী গুলো লালন পালন করছে, সেটা দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে কিছু গরু-ছাগল উদ্বৃত্ত থেকে যাচ্ছে।
আমরা নিজেরা আত্মবিশ্বাসী হয়ে যারা খামারি আছেন, ছোট হোক বড় হোক ছাগলের ফার্ম হোক বা যে ফার্মই হোক আপনারা আন্তরিক ভাবে দেশের ও মানুষের যে সেবা দিচ্ছেন তা অতুলনীয়। আপনারা এভাবেই দেশের কল্যাণে এগিয়ে যাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। প্রতিটা সেক্টরের মত আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা যে প্রণোদনা দেবার দরকার সেটার ব্যবস্থা করে যাচ্ছেন।
সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। এর পূর্বে বেলা সাড়ে ১০ টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপচেলা সহকারী কমাশনার ভূমি রেজওয়ানা নাহিদ। উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠান দুটিতে
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, ওসিএলএসডি লিটন বিশ্বাস, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশাদুল হক মিকা প্রমুখ।