
রাস্তা পার হওয়ার সময় মাটি বহনকারী দ্রুতগামী ট্রাকটরের ধাক্কায় পা হারাতে বসেছেন প্রতিবন্ধী আব্দুল মান্নান (৬০)।
প্রতিবন্ধী আব্দুল মান্নান গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের মৃত আদালত আলীর ছেলে। দূর্ঘটনা ঘটিয়ে ট্রাক্টরের চালক ট্রাকটর নিয়ে পালিয়ে যায়।
আজ শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবন্ধী আব্দুল মান্নান রাস্তা পার হচ্ছিলেন, এ সময় মাটি বহনকারী ট্রাক্টরটি বেপরোয়াগতিতে এসে বৃদ্ধ আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। এসময় মান্নান রাস্তার উপরে লুটিয়ে পড়লে ট্রাকটরের চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। তার ডান পায়ের হাঁটুর নীচে ভেঙ্গো চূর্ণবিচুর্ণ হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 
								
				

 
												