গাংনী উপজেলার মোমিনপুর মাঠে হতদরিদ্র বিধবা মামীর ৮ শতক জমির কলাই বিষ স্প্রে করে মেরে দিলেন ভাগ্নেরা। একমাত্র সম্বল ৮ শতক জমির কলাই মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অসহায় দিনমজুর রেহেনা খাতুন।
অসহায় রেহেনা খাতুন গাংনী উপজেলার মোমিনপুর গ্রামের মৃত বাবুল মোল্লার স্ত্রী। সোমবার (২৯ আগষ্ট) দিবাগত রাতের কোনো এক সময় বিষ স্প্রে করার এ ঘটনা ঘটে।
রেহেনা খাতুন জানান, প্রতি মৌসুমেই আমার এই জমির ফসল কর্তনসহ বিষ স্প্রে করে নষ্ট করে দেয় প্রতিপক্ষরা। গোয়াল গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে সিদ্দীকুর রহমানের নেতৃত্বে রহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান,মাহাজ্জুল ইসলাম, মোফাজ্জেল হক দুলু, তাহাজ আলী এই আবাদি জমির ক্ষেত ও গরুর জন্য লাগানো ঘাষ বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, স্বামী মৃত্যু বরণ করার পর থেকে জমি দখল নেওয়ার চেষ্টায় তারা এভাবে অত্যাচার করছে। এঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রেহেনা।
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ জানান, বিষয়টি আমি অবগত আছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে সমাধান করার আশ্বাস দেন তিনি