
গাংনী-হাটবোয়ালীয়া সড়কের হেমায়েতপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা পাখি ভ্যানকে চলন্ত মোটরসাইকেল ধাক্কা দিলে ভ্যানের দুই যাত্রী ও মোটরারসাইকেল চালকসহ তিন জন আহত হয়েছেন।
আহতরা হলেন মোটরাসাইকেল চালক গাংনী উপজেলার আমতৈল গ্রামের সানোয়ার হোসেনের ছেলে স্কুল ছাত্র নাহিদ হোসেন (১৬), পাখি ভ্যানের চালক হেমায়েতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে কালু হোসেন (৫৫) ও একই গ্রামের গৃহবধু রাশেদা খাতুন (৬০)।
গাংনী-হাটবোয়ালীয়া সড়কের হেমায়েতপুর বাজারের উপর বুধবার (১২ অক্টোবর) বিকালের দিকে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাহিদকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বাকী দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জানান, নাহিদকে প্রাথমিক চিকিৎিসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 
								
				

 
												