
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে পানিতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আরিয়ান ওই গ্রামের সোহেলের ছেলে এবং তাসনিম একই গ্রামের তারা মিয়ার মেয়ে। তারা একে অপরের চাচাত ভাই-বোন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নবগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনকার মতো সকালে শিশু দুইটি নবগঙ্গা নদীর ধারে খেলতে গিয়েছিল এসময় আরিয়ান পা ফসকে নদীতে পড়ে যায়, তাকে তুলতে গিয়ে তাসনিম সেখান গেলে সেও পানিতে পড়ে যায়। অন্য শিশুরা দেখে বাড়িতে জানানোর পরে নিহতের স্বজনরা এসে তাদের উদ্ধার করে। ততক্ষনে শিশু দুইটি মৃত্যু বরণ করে।
এবিষয়ে কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহাঙ্গীর আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা একটা মর্মান্তিক দূর্ঘটনা। এঘটনায় লাশ তার পিতা-মাতাদের দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এই মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


