
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ জোয়ার্দ্দার(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গেল মঙ্গলবার রাতে সদর উপজেলা শহরের ছোট ভাটিয়াগাতী গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের ব্যবসায়ী সেলিম জোয়ার্দ্দারের একমাত্র ছেলে ও মোশারফ হোসেন ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র।
নিহতের চাচা সবুজ মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খাচ্ছিল জিহাদ। হঠাৎ তার মোবাইলে চার্জ ফুরিয়ে যায়। ওই সময় জিহাদ নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দিতে যায়। সবার অজান্তে আগে থেকে প্লাগের তার ছিদ্র থাকায় চার্জার ঢুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
সেসময় স্বজনেরা ঘটনাস্থলে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।


