
হাটবোয়ালিয়া আঞ্চলিক কমিউনিটি ফোরামের আয়োজনে ঢাকায় আবুল কাশেম মাস্টারের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর ক্যামব্রিয়ান কলেজে ঢাকাস্থ হাটবোয়ালিয়া অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি নাজমুল হুদা নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলালের সঞ্চালনায় স্মরণসভায় ফোরামের উপদেষ্টা মনজুরুল হুদা, প্রফেসর আখতার হোসেন, সাবেক ডিআইজি ফজলুর রহমান, নুরুল হুদা ডিউক, আব্দুস সোবহান, তোফাজ্জেল হোসেন স্বপন, শরীফুল হুদা, সাবেক মেজর শহিদুল্লাহ, এ.কে. আজাদ, সুলতান বিশ্বাস, আবু হেনা, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এক্সিকিউটিভ কমিটির সদস্য নেছার উদ্দিন, মোস্তাফিজুর রহমান রেকর্ড, তারিকুল ইসলাম, আবু ইখতিয়ার হাশেমী রতন, মোজাম্মেল হক, খাদেমুল হক রাজু, সাকিল আহমেদ, ফকরুল ইসলাম সেলিম, এম এ হাসান, রাশেদুল ইসলাম, আব্দুল গাফফার, আল বাশার, সোহেল রানা, আল ইমরানসহ অনেকেই।