
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষুব্ধ শ্রমিক নেতাদের একাংশ দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও বৈঠক করেছেন। বারবার নির্বাচন বন্ধের জন্য কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করে শ্রমিকরা বিক্ষোভ জানায়।
গতকাল সোমবার বেলা ২টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী এবং সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে কয়েকজন শ্রমিক নেতা কেরু জেনারেল অফিসে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় আধাঘণ্টা আলোচনা চলার এক পর্যায়ে বাক-বিতণ্ডা সৃষ্টি হলে এমডি রাব্বিক হাসান বৈঠক কক্ষ ত্যাগ করেন।
এরপর শ্রমিক ও কর্মচারীরা এমডি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান, মঙ্গলবার থেকে কেরুজ শ্রমিক-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স বলেন, “ব্যবস্থাপনা পরিচালক বারবার নির্বাচন বন্ধ করে আসছেন। শ্রমিকদের ভোটাধিকার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে।”
এ বিষয়ে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


