
আলোর নীচে অন্ধকার। দর্শনা থানার ১শ থেকে ২শ ফিট এর মধ্যে ৭টি চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে দর্শনা চটকাতলায় ইসলাম বাজারের আজগার আলীর ছেলে আজাদ আলীর দোকানের সামনের তালা ভেঙ্গে গভীর রাতে নগদ ১০ হাজার টাকা, মোবাইলের কার্ড, ১০ হাজার সিগারেটসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এছাড়া একই স্থানে গত পরশু রবিবার চটকাতলায় ছোট একটি হোটেলের তালা ভেঙ্গে প্রবেশ করে একটি ব্যাটারী, খুনতা, গামলা, তালা বাসন ও প্রয়োজনীয় প্রায় ৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। ঐ একই রাতে চটকাতলায় ধানের শীষের অফিসে সার্চ লাইট ও ৬০ গজ বৈদ্যুৎতিক তার চুরি হয়েছে। এছাড়া দর্শনা সরকারী কলেজে পরপর ৪ দিন ৪ দফায় চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া দীর্ঘদিন ধরে দর্শনা কলেজ পাড়ায় একের পর চুরি ঘটে চললেও এর কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানান, ভুক্তভোগীরা।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ সুলতান মাহমুদের চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এরা সব হিরোখোর, আমরা বাবু ও শাহিনসহ ৩জনকে গ্রেফতার করেছি। আমরা চুরির সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।

