
দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এইচ. তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারি জেনারেল আবেদ উদ দৌলা টিটনসহ উপজেলার বিজিবির বিভিন্ন ক্যাম্পের কোম্পানি কমান্ডারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
সভায় বক্তারা দামুড়হুদা উপজেলার মডেল মসজিদে চুরি প্রতিরোধে রাত্রিকালীন নিরাপত্তা জোরদার, উপজেলা সদর বাজারে দোকানপাটে চুরি বেড়ে যাওয়া, এবং উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ফলন্ত ফসল কেটে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ার বিষয়েও পুলিশ ও বিজিবির আইন-শৃঙ্খলা রক্ষার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এসব সমস্যার সমাধানে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।