
দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় নিয়ম বহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ তদারকি অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরে বাজার তদারকি অভিযানে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান নেতৃত্ব দেন।
অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রোকারিজ গার্ডেন প্রোপাইটার মো. আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স জননী ফার্মেসির মো. মেজবাউদ্দীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধন করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহায়তায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এমন তদারকি অভিযান অব্যাহত থাকবে।


