
দামুড়হুদার সুবলপুর গ্রামের মাঠে ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রির অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ বিচার কার্যক্রম পরিচালনা করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি ধ্বংস করে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী গোবিন্দপুর গ্রামের মৃত মফিজুল হকের ছেলে রিপন ও সুবলপুর গ্রামের আবু বক্করের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের কেসমতপুর মাঠে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে অভিযুক্ত দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কাজের সময় সহায়তা করেছেন দামুড়হুদা মডেল থানার একটি পুলিশ দল।


