
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে বাবু হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত বাবু হোসেন উপজেলা সদরের মালিথা পাড়ার শুকুর আলীর ছেলে।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, বাবু দুপুর ১ টার দিকে বাড়ীর পাশ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় সে নদীতে ডুব দিয়ে আর উঠেনি। পরে নদীতে গোসল করতে যাওয়া অন্য লোকজন বাবুকে আশেপাশে না দেখতে পেয়ে তার বাড়ীতে খবর নেয় সে বাড়ীতে গিয়েছে কিনা? বাড়ীতে না আসলে স্থানীয়রা নদীতে খোঁজা খুঁজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এদিকে তার পরিবারের লোকজন বলছে তার ইপিলেকসি (মৃর্গি) রোগ ছিল। গোসল করার সময় হয়তো সে আক্রান্ত হয়ে ডুবে মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার সাব-ইন্সপেক্টর (তদন্ত ) হিমেল রানা বলেন, নিহিত বাবু বাকপ্রতিবন্ধী এবং সেই সাথে তার ইপিলেকসি (মৃর্গি) রোগ ছিল। সে কারণে হয়তো পানিতে ডুব দেওয়ার পর আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন!