
দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদা উপজেলার চারুলিয়া (খাঁ পাড়া) গ্রামের মতেহারের ছেলে ইমরান শেখ (৩০) এবং একই গ্রামের মৃত জামাল উদ্দিন শেখের ছেলে সবুজ শেখ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনের দিকনির্দেশনায় গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভগিরাথপুর এলাকার আমিরুলের রাইচ মিলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন বলেন, “ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

