
আলমডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বাদ আছর মোড়স্থ শহিদুল কাউনাইন টিলু মিয়ার চাতালে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান।
জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন, মঈন উদ্দিন, জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চাঁদ আলী, লিয়াকত হোসেন, রফি মেম্বার, আব্দুল ওয়াহেদ, আব্দুল মালেক, কাতেব আলী, নওজেস আলী, মুন্তাজ আলী, আব্দুস সালাম, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, রশিদুল ইসলাম, নাসির, সোয়াদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিত, শরিফুল মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রানা, যুবদল নেতা ময়েন, ক্যাপ্টেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হাসান সানি, গণতন্ত্র পরিষদের পৌর সভাপতি শামিম রেজা সাগর প্রমুখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক ও গণতন্ত্রের সংগ্রামী নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির দীর্ঘদিনের চেয়ারপার্সন হিসেবে তিনি দলের নেতৃত্বে রেখেছেন সাফল্যের ছাপ। তারা আরও বলেন, শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের জন্য অটল থেকেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনার শেষে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব।


