বিভিন্ন প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। তবে ভিডিও কলের সময় ঘরের বা অফিসের ছবি গোপন রাখতে বিভিন্ন ধরনের স্থির দৃশ্যযুক্ত পটভূমি ব্যবহার করেন কেউ কেউ। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহারের সুযোগ চালু করেছে ভিডিও কনফারেন্সিং–সেবা গুগল মিট। ৩৬০ ডিগ্রি ফরম্যাটে তৈরি ভার্চ্যুয়াল এ পটভূমিতে বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও ব্যবহারের সুযোগ মিলবে। এতে নিজেদের বর্তমানের তুলনায় আরও ভালোভাবে উপস্থাপন করা যাবে।
৩৬০ ডিগ্রি ফরম্যাটে তৈরি ভার্চ্যুয়াল এ পটভূমি অনেকটা জিআইএফর মতো দেখা যাবে। অর্থাৎ ভিডিও কলের সময় পটভূমিতে আকারে ছোট ভিডিও দেখা যাবে। এ সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে ব্যবহারকারীরা চাইলেই একই ভিডিও কলে একাধিক ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ভ্রমণ নিয়ে আলোচনার সময় ভ্রমণের ভিডিও বা পড়ালেখার আলোচনার সময় পটভূমিতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভিডিও ব্যবহার করা যাবে।
আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে ভার্চ্যুয়াল পটভূমি ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
উল্লেখ্য, অনলাইন বৈঠকের সময় অ্যাভাটার ব্যবহারের সুযোগও রয়েছে গুগল মিটে। এ সুবিধা কাজে লাগিয়ে অনলাইন বৈঠকের সময় নিজেদের চেহারার বদলে অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ব্যবহার করা যায়।
সূত্র: দ্য ভার্জ