আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনের পরিচালনার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭ টার সময় মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির (ভার্চ্যুয়াল) সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলার নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির দিক নির্দেশনায় ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী বর্তমান মেয়র মাহফুজুর রহমান রিটনের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য স্টিয়ারিং কমিটি গঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠণ করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুল মান্নান, জাতীয় পরিষদের সদস্য ও সাবেক এমপি জয়নাল আবেদীন, প্রফেসর আব্দুল মান্নান,জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা জ্বজকোর্টের পিপি পল্লভ ভট্টাচার্য, অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন,অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইকবল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ হক জুয়েল ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম।
মেহেরপুর পৌরসভা নির্বাচনের জেলা আওয়ামী লীগের স্টিয়ারিং কমিটির আহবায়ক অ্যাডভোকেট মিয়াজান আলী জানান, মেহেরপুর পৌর নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় জেলা কমিটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে নিয়েই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠিত হয়। নির্বাচনকে ঘীরে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আগামীতে পৌর নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হবে। পৌর নির্বাচনী পরিচালনা কমিটিকেই আজকে গঠিত এই আহবায়ক কমিটির সদস্যরা সকল ধরনের সহযোগীতা করবেন।