
মেহেরপুর থেকে কুষ্টিয়া-রাজবাড়ী হয়ে সরাসরি ঢাকা-গাবতলী পর্যন্ত নতুন বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ এবং মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর বিআরটিএ কাউন্টারের ম্যানেজার রাশিদুজ্জামান খাঁন প্রদীপসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিন সকাল ৯টা ও রাত ৯টায় মেহেরপুর থেকে দুটি এসি বাস ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মেহেরপুর থেকে সরাসরি ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি ছিল। এ নতুন বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীদের ভ্রমণ এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।