
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “মেহেরপুর প্রতিদিন” এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য Carlos Maria De Ceron y Castro ও Benedetta Odorisio।
বুধবার সকালে মেহেরপুর প্রতিদিন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন এবং ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুর সঙ্গে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় মেহেরপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব হাসান রুদ্র, অনলাইন স্টাফ রিপোর্টার ইয়াসির ইউসুফ ইমন, মাল্টিমিডিয়া ডেস্ক ইনচার্জ মোঃ রাফি হাসান উপস্থিত ছিলেন।

