মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হাউস আলী (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে।
আজ শুক্রবার বেলা ১১ টার সময় নিজ বাড়িতে গ্রাউন্ডার মেশিন দিয়ে দেয়াল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় গুরুতর অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
গাংনী থানা ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বড়ভাই গিয়াস উদ্দিন জানান, নিজের ঘরের দেয়াল কাটা সময় তিনি গ্রাউন্ডার মেশিনে বিদ্যুৎসৃষ্ট হলে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।