
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধের লক্ষ্যে এবং শিশুদের বিদ্যালয়মুখী করা ও অনিয়ম দূর করতে গতকাল রবিবার মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: হালিমা খাতুন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের ওয়াচ গ্রুপের সভাপতি মো. ইসমাইল হোসেন এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের (পিটিএ) সভাপতি বারকে আলী।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি সদস্য, ওয়াচ গ্রুপ সদস্য ও শিক্ষার্থীদের মা-বাবারা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে আলোচনা করা হয় মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে। মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর প্রোগ্রাম ম্যানেজার মোছা: কাজল রহমান তার বক্তব্যে বলেন, “শিশুদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করা, সামাজিক আচরণ শেখানো এবং একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু হয়। আর এই কাজে মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
এছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে পিটিএ সদস্য ও অভিভাবকগণ তাদের মতামত তুলে ধরেন।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার আশিক বুল্লাহ ও চাঁদতারা।