
মেহেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন উজ্জ্বল কুমার রায়।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উজ্জ্বল কুমার রায় এর আগে ঝালোকাটি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে সদ্য বদলিকৃত মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


