
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দুই তরুণ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ রয়েছেন। দুই পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোল গ্রামের ইসাহক আলীর ছেলে মিঠুন হোসেন (২৯) এবং আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাসবাগুন্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাঈদ মিয়া (২২) প্রায় ১৫ দিন আগে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হন। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঝাউদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক তাদেরকে লিবিয়া নিয়ে যান এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাগরপথের যাত্রায় সামিল করেন। পরিবারের ভাষ্যমতে, সাগরে নেমে নৌকা থেকে সর্বশেষ ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন মিঠুন ও সাঈদ আজ থেকে প্রায় ১৩ দিন আগে। এরপর থেকে তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
লিবিয়া হয়ে সাগরপথে ইতালি যাওয়ার সময় প্রায় প্রতিদিনই ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়া বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সেই ভয়াবহ বাস্তবতা মনে করে দিন দিন মা-বাবার আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কোনো খোঁজখবর না পেয়ে পরিবারজুড়ে নেমে এসেছে চরম উৎকণ্ঠা, স্বজনেরা প্রায় পাগলপ্রায় অবস্থায় রয়েছেন।
নিখোঁজ দুই তরুণের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে যদি কোনোভাবে তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়।


