
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সোনালী ব্যাংকের এটিএম (অটোমেটেড টেইলর মেশিন) বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সোনালী ব্যাংক হরিণাকুণ্ডু শাখার নীচ তলায় এই বুথের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক- উজ- জামান।
উদ্বোধন শেষে শাখা ম্যানেজারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিজিএম বিশ্বাস মোহাম্মদ মীজানুর রহমান, এজিএম রশিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক টিটু, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেণ হরিণাকুণ্ডু সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এজিএম মোবাশ্বের হোসেন। অলোচনা সভায় অতিথিরা বলেন হরিণাকুণ্ডুবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সোনালী ব্যাংকে একটি এটিএম বুথ স্থাপনের। সেটা অনেক পরে হলেও আজ পূরণ হয়েছে। এখান থেকে সকল ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলা ও জমা দেওয়া যাবে। বক্তারা ব্যাংকের গ্রাহক সংখ্যা ও সেবার মান বৃদ্ধি করার উপরে গুরত্বারোপ করেণ।