
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে পাচটার সময় চুয়াডাঙ্গা বড়বাজার হাসান চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদুল ইসলাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মালেক চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক মেয়র মোঃ ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির,চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জানিফ,চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, যুগ্ম আহবায়ক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি,যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন সহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,ছাত্রলীগের নেতা ও কর্মিগণ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম শফি।


