জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ – কসাসের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকাল ৯ টায় বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ পর ঝিনাইদহ পৌর ইকোপার্ক সংলগ্ন দেবদারু এভিনিউ চত্ত্বরে তরুণ সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন
কথন সাংস্কৃতিক সংসদ সসাস এর সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম জুয়েল, সভাপতি অন্তর মাহমুদ , সহ সভাপতি রাসেল আহমেদ শুভ, সহ-সাধারণ সম্পাদক ইসরাত জাহান মৌ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া সহ অন্যান্য কর্মীবৃন্দ। আলোচনা সভা পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঝিনাইদহে কথন সাংস্কৃতিক সংসদ-কসাসের আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠ
