বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৮ ও ৯ ডিসেম্বরের বৃত্তি পরীক্ষা-২০২৩ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ সরকারী উচ্চ বালক বিদ্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে ৫টা পর্যন্ত চলেছে। ঝিনাইদহ সদর উপজেলার অন্তর্গত ফাউন্ডেশনের আওতাধীন ৩১টি প্রিক্যাডেট স্কুল ও কিন্ডারগার্টেনের ৮২৫জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করে।
ঢাকাসহ সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য সচিব ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল ফাউন্ডেশন এর ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ। এছাড়াও পরীক্ষার হল সুপার শহিদুল ইসলাম এবং সহকারী হল সুপার মনিরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন। হল পরিদর্শণ শেষে কেন্দ্রীয় সদস্য সচিব আবুল কালাম আজাদ পরীক্ষা কক্ষের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেণ।