
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিব বিশ্বাস, সাধারণ সম্পাদক এহান উদ্দীন মনা, বিএনপি নেতা ইলিয়াছ হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপির অধীনস্ত বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


