বসন্ত ফের আসিয়াছে ফিরি
ফুটিয়াছে ফুল শাখে,
কোকিলের সুর লাগিছে মধুর
উদাসিত করি রাখে।
ফুরায়ে গিয়াছে শাঙন রাত্রি
মনে পড়ে সেই কবে,
বাতাবি লেবুর কানন ফুরালো
আজি তুমি কেন তবে?
দাদুরে কাঁদানো গোধূলি লগ্নে
উৎসবে উঠি মাতি;
জোনাকি পোকার আলোতে ছিলেম
প্রেমের পরশ পাতি।
কার্তিকেরই ধানের সুবাস
পেয়েছিনু রাশিরাশি,
সুফলা ফসলে চাষীর মুখেতে
ঝরিছে সুখের হাসি।
নদীর ধ্বনিতে তব সুর শুনি
উৎসবে গান গাহি,
পিপাসা ফুরায় শেষ লেনদেন
পৃথিবীর ঠাঁই বাহি।