চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী ও দুই কেজি গাঁজাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে গত মঙ্গলবার রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে এসআই আহম্মেদ বিশ্বাস, এসআই সুমন্ত বিশ্বাস, এসআই সামীমসহ এএসআই মারুফ, এএসআই সিদ্দিক, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী ৯ জন ও মাদক সেবন করার অপারাধে ৩ জন ও দুই কেজি গাঁজাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে।
দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সোনা মিয়ার ছেলে মন্টু আলী (৩০), দর্শনা রামনগর কালিদাসপুর গ্রামের শ্রী কান্তদাসের ছেলে সুমন দাস (৩২), দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া তামালতলা পাড়ার রেজাউল হকের ছেলে তুহিন ইসলাম (২৩), ও একই পাড়ার ডালিম শাহ’র ছেলে শুভ (২২), দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে আশরাফ আলী (৩৬),দর্শনা ইসলাম বাজার পাড়ার আলীর ছেলে আরিফুল ইসলাম জনি (২৪), দর্শনা করিমপুর পাড়ার জামাত আলীর ছেলে সালা উদ্দিন (৪০),পাড়ার হযরত আলীর ছেলে ঝন্টু (৩৫) কুড়ালগাছি ইউনিয়নের কুড়ালগাছি গ্রামের আঃ গনি ছেলে আঃ হামিদ (২৮), চন্ডিপুর গ্রামের আঃ হামিদের মেয়ে খুরশিদা (৪০), বেগমপুর পাড়ার হযরত আলীর ছেলে সুলতান (২৭), দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের এরেং আলীর ছেলে ফরজ আলী (৪৫) কে গ্রেফতার করে।
গতকাল মঙ্গলবার ২ টার দিকে দর্শনা থানা পুলিশ ২ কেজি গাজাসহ নাস্তিপুর গ্রামের আঃ মোমিনের ছেলে গাজা ব্যাবসায়ী রাজু আহম্মেদ (৩২) কে গ্রেফতার করে।