নওগাঁর সদর উপজেলার বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন আদরী বেগম (২৫) ও তার মেয়ে সম্পা (৬)। তারা সদর উপজেলার চক আতিতা গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফায়সাল বিন আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
– নিউজ ডেক্স