একুশ গেলো স্মৃতি রেখে
বাইশ এর আগমন
এই ভাবেতে যায় চলে যায়
কতশত সন।
নতুন সনে নতুন হাওয়া
লাগুক সবার গায়
সুস্থ-সবল দিনগুলো যাক
এটাই সবাই চায়।
নতুন গানে মনেপ্রাণে
উঠুক মনে সুখ
কেটে যাক বিশ্বজুড়ে
মানবের দুখ।
একুশ গেলো স্মৃতি রেখে
বাইশ এর আগমন
এই ভাবেতে যায় চলে যায়
কতশত সন।
নতুন সনে নতুন হাওয়া
লাগুক সবার গায়
সুস্থ-সবল দিনগুলো যাক
এটাই সবাই চায়।
নতুন গানে মনেপ্রাণে
উঠুক মনে সুখ
কেটে যাক বিশ্বজুড়ে
মানবের দুখ।
You cannot copy content of this page