মুজিবনগরে উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মুজিবনগর কমপ্লেক্স মিনি সংসদ অডিটরিয়মে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি অফিসার মিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরে জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির জেলা কমান্ডেন্ট (বিভিএম) সাহাদত হোসেন।
উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,সিনিয়র উপজেলা মৎস অফিসার শহিদুল ইসলাম,ডিঙ্গেদহ-চুয়াডাঙ্গার ১৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম,মেহেরপুর সদরের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ব্যাবস্থাপক হেলাল উদ্দীন প্রমুখ।
সমাবেশ শেষে মুজিবনগরের ১ম অস্থায়ী সরকার গঠনে গার্ড অব অনার প্রদানকারী ৩ জন আনসার সদস্যসহ উপস্থিত অতিথিদের মাঝে মোট ১৩ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং
দায়িত্ব পালনে বিভিন্ন কৃতিত্ব অর্জন করায় ১০ জন আনসার ভিডিপি সদস্যকে পুরষ্কৃত করা হয়।