মেহেরপুর শহর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পাসপোর্ট অফিসের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড ইয়ারুল ইসলাম।
সম্মেলনে হামিদুল ইসলামকে সভাপতি ও ফিরোজ শেখ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী সাবেক জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাচ আলী, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম খান পিন্টু, জেলা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম প্রমুখ।
নিজস্ব প্রতিনিধি