আলমডাঙ্গার বিনোদপুর পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে লালন আলির ২২ কাঠা জমির মটরশুঁটি গাছ বিষ দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে।
ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাতে ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিলো।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে লালন আলি। গত কয়েক মাস পূর্বে বিনোদপুর মাঠে ২২ কাঠা জমি লিজ নিয়ে মটরশুঁটি চাষ করে। মটরশুঁটি গাছ গুলো প্রাপ্ত বয়স হয়ে ওঠে। ইতো মধ্যে মটরশুঁটি গাছ গুলোতে ফুল আসতে শুরু করেছে।
গত সোমবার বিকেলে মটরশুঁটি ক্ষেত দেখে আসে লালন। মঙ্গলবার সকালে ওই ক্ষেতে গিয়ে দেখতে পায় গাছ গুলো নুয়ে যায়। এতে লালন লিজকৃত জমি সহ ৫০ হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়েরে প্রস্তুতি চলছিলো।