মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে জমিজমা বিরোধে বোনের লাগানো মেহগনী গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাতের অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে ।
গতকাল শনিবার রাতের আধারে ওই গ্রামের শোলমারি মাঠে গাছ কেটে দেয়ার ঘটনা ঘটে ।
বাগান মালিক মর্জিনা খাতুনের অভিযোগ, তার ১৮ কাঠা জমিতে মেহগনী গাছ লাগানো হয়েছিল। পাশাপাশি তার বোন হাদিছন খাতুনের ১৫ কাঠা জমিতে ছিল ধইঞ্চা আবাদ।
গতকাল শনিবার রাতে তার আপন ভাই ও বোনসহ তাদের লোকজন মিলে গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাত করে। এসময় তারা ১৩টি মেহগনী গাছ কেটে ফেলে এবং বোনের ১৫ কাটা জমির ধইঞ্চা সম্পূর্ণরুপে তছরুপাত করে। হাদিছন খাতুন অভিযোগে আরও বলেন, আমরা ছয় ভাইবোন মিলে পিতার নামীয় ২৭ কাঠা জমি নিয়ে বিগত ১০ বছর ধরে মামলা পরিচালনা করে আসছি। একাজে যত টাকা খরচ হয়েছে তা আমরা সকল ভাই বোন মিলে ব্যয় করেছি। জমিটি আমাদের পাওয়ার পরে ভাই আবু তালেব, দুই বোন সাদিকা ও রাহিদা মিলে আমার মায়ের কাছে থেকে গোপনে রেজিষ্ট্রি করে নেয়।
এ বিষয়ে আমরা বাকি ভাই বোন যখন জানতে পারি তখন মামলা চলার সময় ১০ বছরে যত টাকা খরচ হয়েছে তা ফেরৎ দাবি করি। কিন্তু তারা টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ চলে আসছে। এর জের ধরে তারা গাছ ও ধইঞ্চা কেটে তছরুপাত করেছে বলে অীভযোগ করেন হাদিছন নেছা। তিনি আরোও বলেন এর আগেও ভাই আবু তালেব ও দুই বোন সাদিকা ও রাহিদা মিলে দেড় বিঘা জমির মরিচ গাছ কেটে তছরুপাত করেছিল। অনেক জায়গায় অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।
এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বাড়িতে যাওয়ার পরও তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাই তাদের পক্ষ থেকে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।