আশে পাশের কয়েকটি গ্রামের মাঠের পানি নিস্কাশনের দুঃখ ঘোচাবে গাংনী উপজেলার মুন্দা খালের উপর নির্মিত বক্স কালভার্টটি। বক্র কালভার্টটি নির্মিত হলে সুফল বয়ে আনবে এলাকার মানুষের।
এদিকে কাজের গুনগত মান ভাল দেখে সন্তোষ প্রকাশ করেছেন, বিএডিসির দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী শাহরিয়ার আহাম্মেদ।
বিএডিসির উপ সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, সিডিউল মোতাবেক সঠিক ভাবে কাজ করিয়ে নিতে সার্বক্ষনিক তদারকি করা হয়।
জানা গেছে, মুজিবনগর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে মুন্দা খালের উপর বক্স কালভার্টটি নির্মান করছেন মের্সাস বিশ্বাস ট্রেডিং ঠিকাদার মোঃ মামুন রশিদ।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে, মুন্দা গ্রামের পশ্চিম পাশ দিয়ে মাঠ থেকে খালটি প্রবেশ করে সেউটিয়া খালে গিয়ে মিশেছে। যা এই মাঠের পানি নিষ্কাসনের জন্য অতীব প্রয়োজনী একটি খাল। বামন্দীর দিক থেকে মুন্দা গ্রামের প্রবেশের কাছাকাছি এই খালের উপরে নির্মান হচ্ছে একটি বক্স কালভার্ট।
ইতোমধ্যে কালভার্টের ঢালাই কাজ শেষ হয়েছে। উপস্থিত ছিলেন বিএডিসি ক্ষুদ্র সেচের গাংনী অফিসের উপ সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম ও মেহেরপুর বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আহাম্মদ। ঢালাইয়ে কাজে ব্যবহার করা হয়েছে সিডিউল অনুযায়ী রড সিমেন্টসহ অন্যান্য উপকরণ।
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বিএডিসি ক্ষুদ্র সেচের গাংনী অফিসের উপ সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম ও মেহেরপুর বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ শাহরিয়ার আহাম্মদ বলেন, সিডিউল মোতাবেক কাজ করা হচ্ছে। তবে তিনি বলেন, আগে যে মালামাল গুলো এসেছিলো সেগুলোর মধ্যে কিছু নিম্নমানের উপকরণ থাকায় সেগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। পুনরায় মালের গুনগত মান বিবেচনা করে নতুন করে কাজ শুরু করা হয়েছে। সিডিউল মত সঠিক ভাবে কাজ করা হচ্ছে।