
আলমডাঙ্গার জেহালা সনাতনপুর গ্রামের ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা। মেয়ের পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
জানাগেছে, গত ২৯ অক্টোবর জেহালা সনাতনপুর গ্রামের ৩য় শ্রেনীর ছাত্রী কে একই গ্রামের মৃত রশিদ খাঁর ছেলে খোকন খাঁ স্কুলে যাবার পথে তার দোকানে ডেকে টাকা ও চকলেট দেবার প্রলভন দেখিয়ে তার দোকানের ভীতর নিয়ে যায়, মেয়েটি ভীত শন্ত্রস্র হয়ে পড়ে, এ সময় খোকন খাঁ তার দেহের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতা হানীর চেষ্টা করে।
মেয়েটি চিৎকার করলে খোকন খাঁ তাকে ছেড়ে দেয় এবং এই ঘটনা কাউকে যেন না বলে তার জন্য ভয়ভীতি প্রদর্শন করে।
মেয়েটি বাসায় ফিরে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। তার মা পিতাকে সবিস্থারে ঘটনা খুলে বলে। তখন মেয়েটির পিতা খোকন খাঁর দোকানে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা বাদ করতে গেলে সে এলোমেলো কথা বর্তা বলতে থাকে।
৯ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মেয়েটির পিতা গতকাল বিকেল ৫ টার দিকে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
আলমডাঙ্গা প্রতিনিধি

								
				
